একটা ধনী মেয়ে একটা গরীব ছেলের সাথে বন্ধুত্ত্ব ছিল। মেয়েটি ছেলেটিকে ছাড়া বাঁচবে না। মেয়েটির বাবা কিছুতেই তাদের এই বিষয়টি মেনে নিতে পারছিল না। একদিন ছেলেটিকে দাওয়াত করে মেয়ের বাবা নিয়ে আসে। অত:পর, মেয়েটির বাবা সুন্দর একটি নাটিকা মঞ্চস্থ করলো। মেয়েটির অনুপস্থিতে সে তার নিজের হাতের অংগুলি কেটে ফেললো। যার পুরো দোষ চাপিয়ে দেয়া হল ছেলেটির উপর।
মেয়েটি রাগে ক্ষোভে ছেলেটির সাথে আর কথাই বললো না। ফলশ্রুতিতে একটি বিষয় অজানা থেকে গেলো। ছেলেটি আজো মেয়েটির কাছে দোষী রয়ে গেলো। যেহেতু , মেয়েটি তার বাবাকেও প্রচুর ভালবাসতো, তাই তার বাবার এই ছোট্ট চাতুরতা ধরা পড়লো না।
একদিন ছেলেটি মেয়েটির একটি ফটো নিয়ে এডিট করে নিউ একটা ফটোর সাথে জুড়ে মেয়েটির সামনে হাজির হল।
তারপর মেয়েটিকে বলল- এই মেয়েটা তো তুমি, তাইনা?
- মিথ্যা কথা!!! আমার ছবি, কিন্তু আমি না।
-- ছেলেটি তার হাতের ছবিটা ছিড়ে বলল, সেদিনের হাত কাটাটি সত্য ছিল। কিন্তু হাত কাটার মানুষটি আমি না। আমাদের বন্ধুত্ত্ব কে ফাটল ধরাতে তোমার বাবার সুক্ষ্ণ চাল ছিল। যেটা তুমি ধরতে পার নাই। তোমার বাবারও দোষনা। এটা তার ঈর্ষার ফসল।
কারণ, আমি স্বজ্ঞানে কখনই তোমার ক্ষতির কারণ হতে পারিনা।
#Imran
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন